একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র দুটি চৌম্বক পদার্থ স্থাপন করায় উভয় ক্ষেত্রে অল্প চুম্বকত্ব আবিষ্ট হয় কিন্তু প্রথম ক্ষেত্রে চুম্বকায়ন মাত্রার দিক প্রযুক্ত চৌম্বকক্ষেত্রের দিকে এবং ২য় ক্ষেত্রে বিপরীত দিকে হয়।বস্তু দুটি হতে পারে-
A ডায়াচৌম্বক ও ফেরোচৌম্বক
B ডায়াচৌম্বক ও প্যারাচৌম্বক
C প্যারাচৌম্বক ও ডায়াচৌম্বক
D ফেরোচৌম্বক ও ডায়াচৌম্বক