A Brazil, Russia, Iran, China, Saudi Arab
B Bangladesh, Russia, India, China, Singapore
C Brazil, Russia, Israel, China, Seychelles
D Brazil, Russia, India, China, South Africa
Solution
Correct Answer: Option D
- BRICS হলো বিশ্বের উদীয়মান অর্থনীতির পাঁচটি প্রধান দেশের একটি জোট।
- এই পাঁচটি দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
- ২০০১ সালে গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদ জিম ও'নিল 'BRIC' শব্দটি প্রথম ব্যবহার করেন, তখন দক্ষিণ আফ্রিকা এর অন্তর্ভুক্ত ছিল না।
- ২০১০ সালে এই জোটে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর এর নাম BRIC থেকে পরিবর্তিত হয়ে BRICS হয়।
- ১লা জানুয়ারি, ২০২৪ থেকে আরও ৫টি নতুন দেশ (মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত) এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে।