What is the name of the Meghna at its origin’?
Solution
Correct Answer: Option C
- ভারতের মণিপুর রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপন্ন বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেটে প্রবেশ করে।
- আজমিরিগঞ্জের কাছে কালনী নাম ধারণ করে নদীটি ভৈরব বাজারের কাছে মেঘনার সাথে মিলিত হয় এবং মেঘনা নাম ধারণ করে।
- তাই মেঘনা নদীর উৎপত্তিস্থলের নাম মূলত বরাক নদী।
- এটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী এবং ব্রহ্মপুত্র-মেঘনা নদী অববাহিকার অংশ।
- চাঁদপুরের কাছে এটি পদ্মা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামেই বঙ্গোপসাগরে প্রবাহিত হয়।