“ও আমার দেশের মাটি, তোমার’ পরে ঠেকাই মাথা”-পংক্তিটির লেখক কে?
A দীনবন্ধু মিত্র
B রবীন্দ্রনাথ ঠাকুর
C দ্বিজেন্দ্রলাল রায়
D কাজী নজরুল ইসলাম
Solution
Correct Answer: Option B
• ও আমার দেশের মাটি একটি রবীন্দ্রসঙ্গীত। • এটি একটি দেশাত্মবোধক গান। • এটির রচনাকাল ১৯০৫ খ্রিস্টাব্দে (১৩১২ বঙ্গাব্দ)। • এই গানটি বঙ্গভঙ্গ রোধ আন্দোলনের সমর্থনে লেখা হয়েছিল।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions