In which year was the World Trade Organization (WTO) established?
A 1992
B 1993
C 1994
D 1995
Solution
Correct Answer: Option D
⇒ WTO বা World Trade Organization (বিশ্ব বাণিজ্য সংস্থা) হলো একমাত্র বৈশ্বিক সংস্থা যা দেশগুলোর মধ্যে বাণিজ্যের নিয়মকানুন নিয়ে কাজ করে।
⇒ এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির ক্ষেত্রে শুল্ক (Tariffs) এবং অশুল্ক (Non-tariff) বাধাগুলো কমিয়ে বা দূর করে অবাধ বাণিজ্য প্রবাহ নিশ্চিত করা।
⇒ ১ জানুয়ারি ১৯৯৫ সালে সংস্থাটি কার্যক্রম শুরু করে এবং এর পূর্বসূরি সংস্থা ছিল GATT।
⇒ এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।