Correct Answer: Option A
যে কর্মধারায় সমাসে সাধারণত কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিলন হয়, তাকে বলে উপমান কর্মধারায় সমাস।
যেমনঃ কুসুম ন্যায় কোমল- কুসুমকোমল, বকের ন্যায় ধার্মিক - বকধার্মিক, তুষারের ন্যায় শুভ্র-তুষারশুভ্র।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions