বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি কে?
Solution
Correct Answer: Option D
চন্দ্রাবতী হলেন মধ্যযুগের তিনজন প্রধান মহিলাকবির একজন।
বাংলা সাহিত্যে প্রথম মহিলা/নারী কবি হলেন মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী। তিনি ষোড়শ শতকের কবি। মলুয়া, দস্যু কেনারামের পালা ও রামায়ণ তাঁর রচিত কাব্য।
চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয়৷
'চন্দ্রাবতী' নামের কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর।