একজন ফ্রিজ বিক্রেতা মূল্য তালিকায় প্রত্যেক ফ্রিজের মূল্য ৩০% বেশী লিখে পরবর্তীতে লিখিত মূল্য থেকে ১০% ছাড়ে ফ্রিজ বিক্রয় করেন। এতে তার শতকরা কত লাভ হয়?

A    ১৭%

B    ১৯%

C    ২১%

D    ২৩%

Solution

Correct Answer: Option A

 

বিক্রয় মুল্য ১০০ টাকা হলে, লিখিত মুল্য ১৩০ টাকা

১০% ছাড়ে,

১০০ টাকায় ছাড় ১০ টাকা

১ টাকায় ছাড় ১০/১০০ টাকা

১৩০ টাকায় ছাড় ১০*১৩০/১০০ টাকা = ১৩ টাকা

ছাড়ের পর বিক্রয় মুল্য = ১৩০ - ১৩ টাকা = ১১৭ টাকা

 

পূর্বের শতকরা মুল্যের ক্ষেত্রে লাভ = ১১৭ -১০০ =১৭%

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions