সেলিম ৪% সরল সুদে ব্যাংকে ১০০০০ টাকা বিনিয়োগ করে। আর কত টাকা ৭% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর ৫% হারে সরল সুদ পাবে?

A    ১০০০০ টাকা

B    ১২০০০ টাকা

C    ১৫০০০ টাকা

D    ২০০০০ টাকা

Solution

Correct Answer: Option E

 

৪% সুদে সুদ পায় = ১০০০০*.০৪ = ৪০০ টাকা

আর 'ক' টাকা ৭% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর ৫% হারে সরল সুদ পাবে

৪০০ + .০৭ক  = (১০০০০+ক).০৫

=> ৪০০ + .০৭ক = ৫০০ + .০৫ক

=> .০২ক = ১০০

=> ক = ৫০০০

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions