নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি। নদী পথে ৭২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

A ৮ ঘন্টা

B ৯ ঘন্টা

C ১০ ঘন্টা

D ১২ ঘন্টা

Solution

Correct Answer: Option B

দুইবার ৭২ কি.মি অতিক্রম করতে হবে।

একবার স্রোতের প্রতিকুলে একবার স্রোতের অনুকুলে ।

স্রোতের অনুকুলে,

মোট বেগ = ১৮ কি.মি. + ৬ কি.মি = ২৪ কি.মি./ঘন্টা

দূরত্ব = ৭২ কি.মি.

তাহলে, সময় = ৭২/২৪ = ৩ ঘণ্টা

আবার,

স্রোতের প্রতিকুলে,

মোট বেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা

দূরত্ব = ৭২ কি.মি.

সময় = ৭২/১২ = ৬ ঘণ্টা

সুতরাং মোট সম্য = ৩ + ৬ = ৯ ঘণ্টা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions