"দেশে - বিদেশে" - বইটি রচনা করেছেন সৈয়দ মুজতবা আলী। বইটিতে যে শহরের কাহিনী তুলে ধরা হয়েছে তার নাম - কাবুল।
এটি সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনী।ভ্রমণকাহিনী তে কাবুল শহরের কাহিনী তুলে ধরা হয়েছে এবং বাচ্চায়ে সাকোর
আক্রমণে বিপর্যস্ত কাবুল ত্যাগের করুণ কাহিনীর মধ্য দিয়ে শেষ হয় এই ভ্রমণকাহিনী।