Solution
Correct Answer: Option D
- তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, অ-কার কিংবা আ- কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ- কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন:
- ঢাকা+ঈশ্বরী (আ+ঈ= এ) = ঢাকেশ্বরী;
- মহা+ঈশ = মহেশ;
- রমা+ঈশ = রমেশ;
- উমা+ঈশ = উমেশ।
- গণ+ঈশ (অ+ঈ = এ) = গণেশ।