জসীমউদ্দীনের নাটক -

A বেদের মেয়ে

B রাখালী

C মাটির কান্না

D বোবা কাহিনী

Solution

Correct Answer: Option A

গ্রামীণ সমাজজীবন ও বেদে সম্প্রদায়ের জনজীবন নিয়ে রচিত জসীম উদ্দিনের বিখ্যাত গীতিনাট্য 'বেদের মেয়ে' (১৯৫১)। নাটকটি টাকায় প্রথম অভিনীত হয় ১ ফেব্রুয়ারি, ১৯৫৫ সালে।
তাঁর রচিত আরও কয়েকটি নাটকঃ
- পদ্মাপাড়,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মেয়ে।
♦ 'ডালিম কুমার' তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ এবং 'বোবাকাহিনী' তার একমাত্র উপন্যাস।
♦ 'হাসুকান্দে' তার রচিত কাব্যগ্রন্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions