Solution
Correct Answer: Option C
জিভের পাতা উঁচু করে অগ্রতালুর সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের তালব্য বা প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি বলে। যেমন- চ, ছ, জ, ঝ, ঞ, শ। তালব্য বা প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি্র উচ্চারণস্থান অগ্র তালু এবং এদের উচ্চারক জিভের পাতা।