বিশেষ্য পূর্বপদের আগে নঞ্ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্ বহুব্রীহি বলে। নঞ্ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।
যেমন:
- ন (নাই) জ্ঞান যার= অজ্ঞান,
- বে (নাই) হেড যার= বেহেড,
- না (নাই) চারা (উপায়) যার= নাচার, - নি (নাই) ভুল যার= নির্ভুল,
- না (নয়) জানা যা= নাজানা, অজানা ইত্যাদি।
যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলা হয়।
যেমন:
- এক দিকে চোখ (দৃষ্টি) যার= একচোখা (চোখ+আ),
- ঘরের দিকে মুখ যার= ঘরমুখো (মুখ+ও),
- নিঃ (নেই) খরচ যার= নি-খরচে (খরচ+এ),
- তিন (তে) ভাগ যার= তেভাগা (আন্দোলনবিশেষ; ভাগ+আ)।