‘ব্রজবুলি’ বলতে কি বোঝায়?

A মৈথিলি ভাষায় একটি উপভাষা

B একরকম কৃত্রিম কবিভাষা

C বাংলা ও হিন্দির যোগফল

D ব্রজধামে কথিত ভাষা

Solution

Correct Answer: Option B

ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা।
- মিথিলার কবি বিদ্যাপতি এই ভাষার উদ্ভাবক। তার পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা।
-মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা
-এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই ।
-এতে কিছু হিন্দি শব্দ আছে
-এ ভাষায় চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দদাস,জ্ঞানদাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions