Which one of the following is ‘legal tender money’?
Solution
Correct Answer: Option C
- 'Legal tender money' বলতে সেই অর্থকে বোঝায় যা একটি দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা আইনতভাবে যেকোনো ঋণ পরিশোধ বা আর্থিক বাধ্যবাধকতা মেটানোর জন্য বৈধ বলে ঘোষণা করা হয়। অর্থাৎ, পাওনাদার আইনতভাবে এই অর্থ গ্রহণ করতে বাধ্য।
- কয়েন (মুদ্রা) এবং ব্যাংকনোট (কাগজের নোট) হলো একটি দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা জারি করা প্রকৃত মুদ্রা, যা আইনত 'legal tender' হিসেবে স্বীকৃত। বাংলাদেশে টাকা (নোট) এবং পয়সা (কয়েন) হলো আইনি মুদ্রা।