পরিবেশ অধিদপ্তর(পিএসসি) সহকারী পরিচালক(কারিগরি) - ০৬.০৫.২০১১ (105 টি প্রশ্ন )
দেওয়া আছে,
a- 6/a=1
বা,(a2 - 6)/a = 1
বা, a2- 6 = a
বা, a2- a = 6

এখন, 6/(a2-a+1)
বা, 6/(6+1) [a2- a = 6 বসিয়ে]
বা, 6/7


ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার
= ১০০ বর্গমিটার
আবার,
৫০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা = ১০ + (১০ এর ৫০%) মিটার
= ১০ + ৫ মিটার
= ১৫ মিটার
∴ ১০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৫ × ১৫) বর্গমিটার
= ১২১ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (২২৫ - ১০০) বর্গমিটার
= ১২৫বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = ১২৫%।


ধরি, লোক x জন 

প্রত্যেকে চাঁদা দেয় ৫x টাকা 

 প্রশ্নমতে, ৫x × x = ৪৫০০ 

 বা, ৫x2 = ৪৫০০  

বা, x2 = ৯০০ 

       x = ৩০ 

 অর্থাৎ লোকসংখ্যা ৩০ জন । 



ধরি, কন্যার বয়স 'ক' বছর
তাহলে, পিতার বয়স '৪ক' বছর
প্রশ্নমতে, ৪ক + ক = ৮০
⇒ ৫ক = ৮০
⇒ ক = ৮০/৫ = ১৬ 
সুতরাং, কন্যার বয়স ১৬ বছর। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

✔ পেনিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। এটি পেনিসিলিয়াম (Penicillium)নামক ছত্রাক থেকে তৈরি হয়।
✔ ব্যাক্টেরিয়ার কোষপ্রাচীরের পেপটিডোগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করে পেনিসিলিন কাজ করে থাকে।
পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন চিকিৎসক ও জীবাণুতত্ত্ববিদ।


হাইড্রোজেন পরমাণু তিন ধরণের হয়ঃ
১) প্রোটিয়াম (সাধারণ হাইড্রোজেন),
২) ডিউটেরিয়াম (ভারী হাইড্রোজেন),
৩) ট্রিটিয়াম (তেজস্ক্রিয় হাইড্রোজেন)

এদের বলা হয় হাইড্রোজেন-এর আইসোটোপ। (বেশীরভাগ মৌলেরই এরকম আইসোটোপ থাকে)

এদের মধ্যে প্রোটিয়াম-এর কেবল একটি প্রোটন থাকে। নিউট্রন থাকেনা।
ডিউটেরিয়াম-এর একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে।
ট্রিটিয়াম-এর একটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে।

সুতরাং হাইড্রোজেন-এর নিউট্রন থাকেনা- এই উক্তিটি সঠিক নয়। তবে হ্যাঁ, সাধারণ হাইড্রোজেন, যা সবচেয়ে বেশী পরিমাণে প্রকৃতিতে উপস্থিত, তার নিউট্রন থাকেনা।

সাধারণত পরমাণুর নিউক্লিয়াস এ প্রোটন থাকে আর যার সংখ্যা একের অধিক হয়। এই প্রোটন থাকার কারণে প্রোটনগুলোর মধ্যে সৃষ্ট হয় বিকর্ষণ বল। আর এই বিকর্ষণ বলকে প্রশমিত করে প্রোটনগুলোক একত্রে ধরে রাখতে সাহায্য করে নিউট্রন। Hydrogen এর ক্ষেত্রে দেখা যায় এর প্রোটন সংখ্যা কেবল ১টি তাই এর কোনো বিকর্ষণ বল থাকে না। আর বিকর্ষণ বল না থাকায় একে প্রশমিত করার জন্য কোনো নিউট্রন লাগে না বা থাকে না।







ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0