পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ২০২০ (১৩.০৩.২০২০) (69 টি প্রশ্ন )
(৭+ক)x৩= ৩০
⟹ ৭+ক= ৩০/৩
⟹ ক= ১০-৭
⟹ ক= ৩

(১/৪)+(১/১২)+(১/৩)
= (৩+১+৪)/১২
= ৮/১২
= ২/৩
৫২- ক= ৩০
⟹ ৫২-৩০= ক
⟹ ক= ১২
৩/ (৩/২)= ৩x(৩/২)= ২
যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লবের মান হরের মান অপেক্ষা বৃহত্তর, সেই ভগ্নাংশকেই বলে অপ্রকৃত ভগ্নাংশ। উদাহরণ — 13/11,16/15 ইত্যাদি।
ধরি, একটি সংখ্যা X
সুতরাং xx১০= ২৪০
∴ x= (২৪০/১০)
∴ x= ২৪
আমরা জানি,
ভাজ্য= ভাজকxভাগফল+ ভাগশেষ
   = ১০x১০+১
   = ১০০+১
   = ১০১


ধরি, জমিটির দৈর্ঘ্য x
∴ ক্ষেত্রফল, X x ৫০= ৪২৫০
⟹ X= (৪২৫০/৫০)
∴X= ৮৫


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১২ কি.মি. সাইকেল চালিয়ে যায় ১ দিনে
∴ ১ কি.মি. সাইকেল চালিয়ে যায় (১/১২০) দিনে
∴ ৪৮০ কি.মি. সাইকেল চালিয়ে যায় (৪৮০ x ১)/১২০ দিনে
            = ৪ দিনে



যেহেতু বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। সুতরাং ব্যাসার্ধ হবে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব।
ব্যাসার্ধ= (ব্যাস/২) = (৪/২)= ২সে.মি.
কোন ক্ষুদ্র কণা দ্বারা আঘাত করে বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করাকে ফিশন বিক্রিয়া বলে। অপর দিকে, ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসকে একত্রিত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত করাকে ফিউশন বিক্রিয়া বলে।
শাকসবজি, তৈলবীজ ও হাঙ্গর মাছের তেলে ভিটামিন 'ই' পাওয়া যায়। দুগ্ধজাত দ্রব্য ভিটামিন 'কে' এর প্রধান উৎস। চা পাতা ও বৃষ্টির পানিতে ভিটামিন 'বি' পাওয়া যায়। দুধ, মলা মাছ, গাজরের ভিটামিন এ পাওয়া যায়।
প্রাকৃতিক গ্যাসের প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসের শতকরা ৮০-৯০ ভাগ মিথেন থাকে। এছাড়া বাকি অংশে ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদান থাকে।
বিষুবীয় অঞ্চল বরাবর পৃথিবীর ব্যাসার্ধ সর্বাধিক বলে g এর মান সবচেয়ে কম। এ অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া হবে পৃথিবীর ব্যাসার্ধ তত কমতে থাকে, তথা g এর মান বাড়ে। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। ফলে মেরু অঞ্চলে বস্তুর ওজনও সবচেয়ে বেশি হয়। 
- স্থানভেদে কোনো বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু স্থানভেদে কোনো বস্তুর ওজনের তারতম্য হতে পারে।
- পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকে। সেখানে বস্তুর ওজনও শূন্য হয়।
- চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ১/৬ অংশ

জারক পদার্থ গুলো ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত করে ও নিজে বিজারিত হয়। অক্সিজেন, ক্লোরিন ও ব্রোমিন প্রত্যেকেই ইলেকট্রন গ্রহণ করে, তাই এরা জারক পদার্থ। অন্যদিকে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে তাই এটা জারক নয়, বিজারক।
ক্লিপবোর্ড হলো একটি সফটওয়্যার সুবিধা, যা স্বল্পমেয়াদী ডেটা স্টোরেজ এবং অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে ডেটা স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়।
বাংলাদেশের স্থানীয় সময় সাধারণত দু'ভাগে বিভক্ত। যার ১২ ঘন্টা দিন এবং ১২ ঘন্টা রাত। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ২৪ ঘন্টা সময়কে গণনা করা হয়। তাই বাংলাদেশের সময় রাত ৮ টার সাথে ১২ ঘন্টা যোগ হয়ে আন্তর্জাতিক সময় রাত ২০ টা বাজবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যেসব সালের একক ও দশক স্থানে শূন্য আছে সেসব সালকে ৪০০ দ্বারা নিঃশেষে ভাগ করা গেলে তা অধিবর্ষ। অপশনে প্রদত্ত ১৬০০, ২০০০ ও ২৪০০ সাল ৪০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু ১৯০০ সালটি ৪০০ দ্বারা বিভাজ্য নয়, তাই ১৯০০ অধিবর্ষ নয়।

সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
আমরা জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল কিন্তু কোনো ক্রমেই ঐ বাহুদ্বয় সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।

-আবহাওয়া ও জলবায়ুর উপাদান গুলো হল বায়ুর তাপ বা উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বারিপাত।
-সমুদ্রস্রোত জলবায়ু নিয়ন্ত্রণ করে কিন্তু উপাদান নয়।
স্নায়ুকোষে ডোপামিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয় যার ফলে পেশীকোষ গুলো চলাচলে সাহায্য করে। পারকিনসন রোগ হলে ডোপামিন নিশ্চিত হওয়া বন্ধ হয়ে যায়, ফলে পেশীকোষ গুলো চলাচলে অক্ষম হয়ে পড়ে।
কার্বন-ডাই-অক্সাইড গ্যাস কে শুষ্ক করে ড্রাই আইস করা হয়। যেটি দেখতে সাধারণ বরফের মতই। এটার উষ্ণতা 78° C হয়।
মানবদেহে ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে, বিভিন্ন রোগ নির্ণয়ে, বিজ্ঞানাগারে গবেষণার কাজে ও ধাতব বস্তুতে ফাটল নির্ণয়ে গামা রশ্মি ব্যবহৃত হয়।
.০.২৫x০.৪= (২৫/১০০)x(৪/১০)= ০.১
৪টি ঝুড়িতে রাখা কমলাগুলোর গড় থেকে প্রত্যেক ঝুড়িতে কমলার সংখ্যা পাওয়া যাবে।
গড়= (৩+০+৪+৫)/৪
  = ১২/৪= ৩টি কমলা প্রত্যেক ঝুড়িতে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৩ এর গুণিতক ৩x১= ৩, ৩x২= ৬, ৩x৩= ৯, ৩x৪= ১২, ৩x৫= ১৫, ৩x৬= ১৮
৬ এর গুণিতক ৬x১= ৬, ৬x২= ১২, ৬x৩= ১৮
সুতরাং, ৩ ও ৬ এর গুণিতক ১৮
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0