বন অধিদপ্তর (অফিস সহায়ক) - ২৮.০৪.২০২৩ (69 টি প্রশ্ন )
√২ = ১.৪১৪২.............
∴অপশন অনুযায়ী ১.৪১৪ সঠিক।

১৪৪ - ১৪৩
= ২০৭৩৬- ২০৪৪৯
=২৮৭

√০.০৯ = .০.৩

 এখানে, ৯১ = ৭ × ১৩

১৪৩ = ১১ × ১৩
৮৭ = ৩ × ২৯ 

অপশন গুলোর মধ্যে ৪৭ মৌলিক সংখ্যা।

অপর সংখ্যা = (ল.সা.গু x গ.সা.গু)/একটি সংখ্যা
=(১০ x ৩০) / ২০ 
=১৫

২: ৩ = ৬ : x
⇒২/৩ = ৬/x
⇒২x = ১৮
⇒x = ৯

 সঞ্চয় করেন = ৩০০০০ এর ২৫%

= ৩০০০০ X ২৫/১০০ 
= ৭৫০০ টাকা

 

মনেকরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে, x এর ৭৫% = ৯০

⇒ x × ৭৫/১০০ = ৯০ 
⇒ x= ৯০ × ১০০ / ৭৫ 
⇒ x = ১২০ 

নির্ণেয় গড় = ১+৯/২ = ১০/২ = ৫

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
3x = 81 
⇒3= 34
⇒ x = 4
দেওয়া আছে, a+(1/a) = √3
∴a3+(1/a)= (a+ 1/a)-3.a.1/a (a+ 1/a)
                 =(√3)- 3. √3
                 =3. √3 - 3. √3
                 = 0
tan 45° = 1
যে কোনো চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি = ৩৬০°
০.৫ × ০.০৫= ০.২৫
পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'পদ্মা সেতু’ উদ্বোধন করেন ২৫ জুন, ২০২২ সালে। এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি। এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আর পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেন আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম Architecture, Engineering, Consulting. Operations and Maintenance (AECOM)
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
- তড়িৎচুম্বকীয় বর্ণালির যে অংশ মানুষের চোখে দৃশ্যমান হয় তাকে দৃশ্যমান বর্ণালি বলে। এর তরঙ্গ দৈর্ঘ্য ৪০০০-৮০০০ (Aº) পর্যন্ত বিস্তৃত। দৃশ্যমান বর্ণালির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল আলোর কিন্তু এর বিচ্যুতি সবচেয়ে কম এবং সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বেগুনি আলোর। 
 
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় আমরা বেশি দূর থেকে দেখতে পারি। 
- বর্ণালির তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজালে পাই বেগুনি → নীল আসমানি → সবুজ হলুদ → কমলা → লাল (বেনিআসহকলা)।

বাংলা ভাষায় নারী সম্পাদিত প্রথম সচিত্র পত্রিকা 'বেগম'। সাহিত্য ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে বেগম সুফিয়া কামালের সম্পাদনায় এবং 'সওগাত' পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন এর সহযোগিতায় ২০ জুলাই, ১৯৪৭ সালে কলকাতা থেকে 'বেগম' পত্রিকা প্রকাশিত হয়। পরবর্তীতে নূরজাহান বেগম পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫০ সালে এর কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়।
যুদ্ধবন্দী ও যুদ্ধাহত ব্যক্তিদের আচরণবিধি ও সাহায্য প্রদান সম্পর্কিত নীতিমালা প্রণয়ন ও আগের ৩টি চুক্তির পরিমার্জন করে ১২ আগস্ট, ১৯৪৯ সালে জেনেভায় '৪টি রেডক্রস কনভেনশন' নামে জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারি নোট                                 
নোটঃ ১ টাকা, ২ টাকা ও ৫ টাকা
স্বাক্ষরঃ অর্থ সচিব

ব্যাংক নোট
নোটঃ ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা
স্বাক্ষরঃ  বাংলাদেশ ব্যাংকের গভর্নর

 

কোন দেশ বা অঞ্চলের মানুষ গণনাকেই মূলত আদমশুমারি বা জনশুমারি বলে। বাংলাদেশে প্রতি ১০ বছর অন্তর অন্তর জনশুমারি করা হয়। দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়। এ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭৬৩৯৮০০০ এবং জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.৪৮ শতাংশ। দেশ স্বাধীনের পর এ পর্যন্ত বাংলাদেশে ৬টি (১৯৭৪, ৮১, ৯১, ২০০১, ২০১১, ২০২২) জনশুমারি অনুষ্ঠিত হয়। ১৫-২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী,
- বাংলাদেশ 'সুপ্রিম কোর্ট' নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে।
- জাতীয় সংসদ প্রণীত আইনের সঠিক ব্যাখ্যা, আইন ও শাসন বিভাগের উপর নজরদারী ও সংবিধানের পবিত্রতা রক্ষার মাধ্যমে বাংলাদেশ সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করে।

১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে। এ সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ শপথ গ্রহণ করে।
F/fe যুক্ত singular noun কে F/fe এর পরিবর্তে ves বসিয়ে plural করা হয়। যেমন: Wolf → wolves; leaf→ leaves.
As if যুক্ত বাক্যের ১ম অংশে present indefinite tense এবং দ্বিতীয় অংশে past indefinite tense বসে। তবে, be verb থাকলে তা সর্বদা were -এ পরিবর্তিত হয়।

Masculine: Feminine

-Drone (পুং মৌমাছি) :Bee (স্ত্রী মৌমাছি)  

-Stag (হরিণ) : Hind (হরিণী)

-Colt (বাচ্চা ঘোটক)  : Filly (বাচ্চা ঘোটকী)

-Hart (হরিণ)  : Roe (হরিণী)


কোন কিছুর অংশ বুঝাতে preposition হিসেবে by বসে। I caught him by the ear আমি তার কান ধরেছিলাম।
কতগুলো verb এর present এবং past participle form অপরিবর্তিত থাকে। যেমন: cast, shut, cut, set

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Forbid (নিষেধ করা) এর antonym হচ্ছে allow (অনুমোদন দেওয়া)। Restrict বাধা; warm উষ্ণ; constrict- সংকুচিত করা।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0