Solution
Correct Answer: Option B
- LED এর পূর্ণরূপ Light Emitting Diode বা আলোক নিঃসারক ডায়োড।
- এটি একটি সম্মুখ ঝোঁকবিশিষ্ট p-n জাংশন ডায়োড। p-n সংযোগের n অঞ্চল হতে ইলেকট্রন প্রবাহিত হয়ে p অংশে যায় এবং P অঞ্চলের হোলের সাথে সংযোজন ঘটে। সংযোজিত হবার পর উৎপন্ন নিরপেক্ষ অণু বা পরমাণু কিছুটা উত্তেজিত অবস্থায় আলো বা তাপশক্তি নিঃসরণ করে। নিঃসৃত আলোর বর্ণ অর্ধপরিবাহী উপাদানের উপর নির্ভর করে। ইলেকট্রনের গতিশক্তি আলোক শক্তি হিসেবে নিঃসৃত হয় বলে এদেরকে আলোক নিঃসারক ডায়োড প্রস্তুতে ব্যবহার করা হয়।