'দেশে -বিদেশে 'ভ্রমণ সাহিত্যের রচয়িতা কে?
Solution
Correct Answer: Option D
সৈয়দ মুজতবা আলী প্রথম গ্রন্থ 'দেশে বিদেশে ' ।লেখক নিজে বিভিন্ন দেশে বিশেষত আফগানিস্তানের কাবুলে অবস্থান ও ভ্রমণ করে যে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছেন ,তার পরিচয় অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেছেন এ গ্রন্থে । কাবুল শহরের রাজনৈতিক ঝরো হাওয়া ,সাধারণ মানুষের জীবন ,সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক ,অপরিচিত দেশের নানা বৈশিষ্ট্য ফুটে উঠেছে আন্তরিক ভঙ্গিতে ।সাংবাদিক নজেস আফরোজ In a Land Far From Home:A Bengali in Afganistan নামে এটি ইংরেজিতে অনুবাদ করেন ।