'C' in CAMELS stands for -

A Capital adequacy

B Capital Shortage

C Capital quality

D Capital profitability

Solution

Correct Answer: Option A

CAMELS রেটিং সিস্টেম হল একটি আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড ,যা ব্যবহার করে একটি ব্যাংকের সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয় ।এটি ব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শক্তি ও দুর্বলতা নির্ধারণ করা যায় ।CAMELS রেটিং এর ক্ষেত্রে ৬ টি ফ্যাক্টরের উপর ভিত্তি করে রেটিং দেওয়া হয় ।এগুলো হল -
1. Capital adequacy-মূলধনের পর্যাপ্ততা
2. Asset Quality -সম্পত্তির গুণগত বৈশিষ্ট্য
3. Management Ability -ব্যবস্থাপনাগত দক্ষতা
4. Earning capacity -উপার্জন ক্ষমতা
5. Liquidity -তারল্য অবস্থা
6. Sensitivity -স্পর্শকাতরতা
সুপারভাইজরি কর্তৃপক্ষ প্রতিটি ব্যাংকে ১-৫ পর্যন্ত রেটিং প্রদান করে .১ প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানকে Strong বলে গণ্য করা হয় । ৩ প্রাপ্ত প্রতিষ্ঠানকে Fair বলে গণ্য করা হয় .৫ প্রাপ্ত প্রতিষ্ঠাকে Unsatisfactory বলে গণ্য করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions