ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। MS Access হল মাইক্রোসফট কর্পোরেশনের প্রথম windows বেইসড ডাটাবেজ প্রোগ্রাম।
জনপ্রিয় ডাটাবেজ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলোঃ
- MySQL
- MS-SQL,
- MS Access,
- Oracle ইত্যাদি।