'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয় ?

A নতুন কবিতা

B একুশে ফেব্রুয়ারি

C সুন্দরম

D কণ্ঠস্বর

Solution

Correct Answer: Option B

২১ ফেব্রুয়ারি ,১৯৫২ সালে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' আমি কি ভুলিতে পারি ' গানটি রচনা করেন আবদুল গাফফার চৌধুরী ।গানটির প্রথম সুরকার আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহ্মুদ।হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি ' সাহিত্য সংকলনে গানটি প্রথম প্রকাশিত হয় .১৯৫৪ সালের প্রভাত ফেরীতে গানটি প্রথম গাওয়া হয় .১৯৬৯ সালে জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে গানটি প্রথম ব্যবহার করা হয় । গানটি মোট ১২ টি ভাষায় গাওয়া হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions