নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ?

A সংশপ্তক

B ক্রীতদাসের হাসি

C চিলেকোঠার সেপাই

D একটি কালো মেয়ের কথা

Solution

Correct Answer: Option D

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাঁর সর্বশেষ উপন্যাস ১৯৭১ ।'
- সুতপার তপস্যা 'ও 'একটি কালো মেয়ের কথা' নামে দুটি কাহিনীর সংযোগে রচিত '১৯৭১' উপন্যাসটি ১৯৭২ সালে প্রকাশিত হয় ।
- 'একটি কালো মেয়ের কথা ' অংশের কেন্দ্রীয় চরিত্র নাজমার মাধ্যমে একাত্তরের হাজার হাজার নারীর চরিত্র পরিস্ফুটিত হয়েছে । এ অংশে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ সময়কালে গ্রামীণ জীবনের চালচিত্র ,বাংলাদেশিদের ত্যাগ ও সংগ্রামের অনন্যতা .১৯৬৫ সালের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে বিস্তৃত গোপন রাজনৈতিক তৎপরতাকে উপজীব্য করে রচনা করেন 'সুতপার তপস্যা ' অংশটি ।

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত কাল থেকে বায়ান্ন্র ভাষা আন্দোলনের পূর্বকাল পর্যন্ত বাংলাদেশের সামাজিক -রাজনৈতিক -অর্থনৈতিক পরিবর্তন ও রুপান্তরকে নিয়ে শহীদুল্লা কায়সার রচনা করেন উপন্যাস 'সংশপ্তক ' ।
- শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস 'ক্রীতদাসের হাসি ' ।
- ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions