Solution
Correct Answer: Option A
তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। এই ৩টি রং এর সমন্বয়ে বাকী রং গুলো তৈরি করা যায়।
একটির সাথে আরেকটি মিশালে পাবেনঃ
- লাল+নীল=বেগুনী,
- হলুদ+সবুজ=লাইম,
- লাল+হলুদ=কমলা,
- হলুদ+নীল=লাল,
- লাল+নীল+হলুদ=কালো,
- লাল+ নীল=ম্যাজেণ্টা,
- নীল+সবুজ=নীলচে সবুজ,
- লাল+সবুজ=হলুদ,
- লাল+নীল+সবুজ=সাদা।
আর এই জন্যই সূর্য্যের আলো সাদা।