'নীল-দর্পণ 'নাটকটির বিষয়বস্তু কি ?
A নীলকরদের অত্যাচার
B তে-ভাগা আন্দোলন
C অসহযোগ আন্দোলন
D ভাষা আন্দোলন
Solution
Correct Answer: Option A
দীনবন্ধু মিত্র রচিত 'নীল-দর্পণ ' নাটকে মূলত উনবিংশ শতাব্দীর মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষক -জীবনের নির্মম নির্যাতনের ছবি ফুটে উঠেছে ।গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেন রেভারেন্ড জেমস্ লভ ।