Solution
Correct Answer: Option C
- 'বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ হলো - ক্ষণস্থায়ী রাগ বা বেহায়াপনা।
- বিড়ালের স্বভাব হলো যে, তাকে মার দিলে বা অপমান করলে সে কিছুক্ষণের মধ্যেই(প্রচলিত ধারণা আড়াই পা যাওয়ার পর) তা ভুলে যায় এবং আবার ফিরে আসে।
- এই ধারণাটি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যারা অল্পতেই অপমান বা ক্ষতি ভুলে যায় তাদের ক্ষেত্রে এই বাগধারাটি ব্যবহার করা হয়।