Solution
Correct Answer: Option D
বাল্বের ভেতরে যদি বায়ুশূন্য পরিবেশ রাখা হয় তাহলে বাহিরের সাথে ভেতরের চাপের মধ্যে বেশ পার্থক্য হয় ।এটা মাথায় রেখেই বাল্বের ভেতরে এমন কোন গ্যাস রাখা হয় যা ফিলামেন্টের সাথে বিক্রিয়া করবে না উপরন্ত একে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে ।এজন্য নিস্ক্রিয় গ্যাসসমূহ অর্থাৎ হিলিয়াম ,নিয়ন ,আর্গন ,ক্রিপটন জেনন ইত্যাদি ব্যবহার করা হয় ।তবে সাধারণ বৈদ্যুতিক বাল্বগুলোতে সাধারণ নাইট্রোজেন ব্যবহার দেখা যায় ।