- বর্তমানে ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) মহাসচিব হলেন হোসেন ইব্রাহিম তাহা।
- তিনি ২০২১ সালের ১৭ নভেম্বর OIC-এর ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- চাদের এই কূটনীতিক ২০২০ সালে নাইজারে অনুষ্ঠিত OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম অধিবেশনে নির্বাচিত হন।
- তার নেতৃত্বে OIC মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
- তিনি ফরাসি, আরবি এবং ইংরেজি ভাষায় দক্ষ এবং এর আগে চাদের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]