The imaginary line on the earth's surface, which closely follows the 180° meridian, is called the-
A International Date Line
B Tropic of Cancer
C Equator
D Prime Meridian
Solution
Correct Answer: Option A
- আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) হলো পৃথিবীর একটি কল্পিত রেখা, যা ১৮০° দ্রাঘিমা রেখা বরাবর অবস্থিত।
- এই রেখাটি প্রধানত প্রশান্ত মহাসাগর এলাকা দিয়ে অতিক্রম করে এবং সময় ও তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যখন কেউ এই রেখা পার হয়:
- পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন বাড়ে,
- আর পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন কমে।
এই রেখাটি কিছু স্থানে স্থলভাগ বা দ্বীপসমূহের সময়জোন মেনে বাঁকানো হয়েছে যাতে কোনো দেশ বা দ্বীপদলকে দুই দিন বিভক্ত করতে না হয়।