Solution
Correct Answer: Option A
- বাস্তববাদী দার্শনিক এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ 'দ্য পলিটিক্স'।
- এ গ্রন্থে তিনি রাষ্ট্রের প্রকৃতি, উদ্ভব, উপাদান, শাসন ব্যবস্থার সংবিধান, শাসন ব্যবস্থার প্রকারভেদ, শাসক ও শাসিতের সম্পর্ক, শাসক ও নাগরিকের সংজ্ঞা, দাস ব্যবস্থার পক্ষে যুক্তি প্রদান প্রভৃতি বিষয়ে আলোচনা করেছেন।
- তিনি লাইসিয়াম নামে একটি গ্রন্থাগার বা একাডেমি প্রতিষ্ঠা করেন। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়।