The technology company that conducted the first 'Quantum Internet' test in early 2025 is-

A Google

B IBM

C Huawei

D Microsoft

Solution

Correct Answer: Option C

- ২০২৫ সালের শুরুর দিকে 'Quantum Internet' প্রযুক্তি নিয়ে বাস্তবিক নেটওয়ার্ক টেস্ট প্রথমবার পরিচালনা করে Huawei।
- তারা তাদের নতুন প্রজন্মের রাউটার, ETSI ভিত্তিক কোয়ান্টাম কী ট্রান্সমিশন সলিউশন এবং একটি স্মার্টফোন ব্যবহার করে এই টেস্ট পরিচালনা করে।
- এই পরীক্ষাটি একটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষস্থানীয় ইন্টারনেট অপারেটরের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হয়।
- পরীক্ষায় দেখা যায়, Huawei-এর SRv6 এবং কোয়ান্টাম এনক্রিপশন সমাধান প্রকৃত ইন্টারনেট পরিবেশেও নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং উচ্চ পারফরম্যান্স প্রদান করে।
- এই প্রযুক্তি ব্যাংকিং ও ফাইন্যান্স সহ বড় প্রতিষ্ঠানের জন্য তথ্য সুরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, ২০২৫ সালের প্রথম দিকে 'Quantum Internet' টেস্টের মাধ্যমে প্রযুক্তি সেক্টরে ইতিহাস গড়ে Huawei কোম্পানি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions