নিচের কোনটি 'অস্তিত্ব' বা 'বিদ্যমানতা' অর্থে প্রযোজ্য?
Solution
Correct Answer: Option A
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘সত্তা’ শব্দের অর্থ: অস্তিত্ব।
অন্যদিকে,
- স্বত্ব: বিষয়সম্পত্তি, ব্যবসায় প্রভৃতি ক্ষেত্রে অধিকার বা মালিকানা বোঝাতে ব্যবহৃত হয় (যেমন: গ্রন্থস্বত্ব)।
- স্বত্তা: ভুল বানান;সঠিক বানান: সত্তা (অস্তিত্ব বা সত্ত্বার অর্থে)।
- সত্য: মিথ্যার বিপরীত; যা সঠিক ও বাস্তব।