Solution
Correct Answer: Option A
- ‘দীপ’ ও ‘দ্যুতি’ শব্দজোড়া সমার্থক নয়।
- দীপ অর্থ: প্রদীপ বা বাতি।
- দ্যুতি অর্থ: আলো, কিরণ, জ্যোতি দীপ্তি।
- ‘তোড়া’ শব্দের সমার্থক: গোছা, স্তবক (যেমন—ফুলের তোড়া)।
- ‘আবৃত’ শব্দের সমার্থক: আচ্ছাদিত (অর্থাৎ ঢাকা বা মোড়া)।
- ‘খরা’ শব্দের সমার্থক: অনাবৃষ্টি, রৌদ্র (বৃষ্টি না হওয়া এবং প্রবল রোদ্দুর)।