The first all-Indian Emperor of ancient India was-
Solution
Correct Answer: Option C
- মৌর্য বংশের রাজত্বকাল ছিল ঃ ৩২৪ খ্রিস্টপূর্ব থেকে ১৮৭ খ্রিস্টপূর্ব পর্যন্ত।
- কৌটিল্য নীতি হলো ঃ শক্তিমান মাত্রই যুদ্ধ করবে ও শত্রু নিপাত করবে।
- প্রথম জীবনে আশোক ছিলেন ঃ হিন্দু ধর্মাবলম্বী।
- আশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ঃ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে।
- বৌদ্ধধর্ম বিশ্বধর্ম পরিণত হয় ঃ সম্রাট অশোকের শাসনামলে।
- বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় ঃ সম্রাট অশোককে
- মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ঃ চন্দ্রগুপ্ত মৌর্য । (শেষ সম্রাট: বৃহদ্রথ)।
- চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হন ঃ নন্দ বংশের উৎখাতের মাধ্যমে
- মৌর্য বংশের ৩য় ও সর্বশ্রেষ্ঠ রাজা ঃ সম্রাট অশোক (রাজত্বকাল: খ্রিস্টপূর্ব ২৬৯-২৩২)।
- মৌর্যের রাজধানী ঃ পাটলীপুত্র (বর্তমান: পটনা, বিহার)।
- মৌর্য বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঃ মহাস্থানগড় (বগুড়া), সোমপুর বিহার (নওগা)
- মৌর্য বংশের সিংহাসনে আরোহণ সম্পর্কে জানা যায় ঃ সংস্কৃত ভাষায় রচিত বিশাখা দত্তের নাটক ‘মুদ্রা রাক্ষস' হতে।
- চানক্য/কৌটিল্য রচিত একটি সুপ্রাচীন রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ ঃ ‘অর্থশাস্ত্র’ । এই গ্রন্থটি ১৫টি ভাগে বিভক্ত।
- চানক্য কে তুলনা করা হয় ঃ ইতালির রাষ্ট্রনীতিবিদ ‘মেকিয়াভেলির' সাথে।