The first Indigo Revolt was introduced in which district of Bangladesh?
Solution
Correct Answer: Option C
১৭৭০ থেকে ১৭৮০ সালের মধ্যে ইংরেজ আমলে বাংলায় নীল চাষ শুরু হয়। ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী, নদীয়া ও মুর্শিদাবাদে এ সময় ব্যাপক নীল চাষ হতো। আর এ নীল চাষের ব্যবসায় ব্রিটিশদের একচেটিয়া অধিকার ছিল। নানারকম বঞ্চনা ও নীল চাষ লাভজনক না হওয়ায় কৃষকদের মধ্যে অনীহা তৈরি হয়। নীলকরেরা জোরপূর্বক নীলচাষে বাধ্য করতে কৃষকদের ওপর ব্যাপক অত্যাচার-নিপীড়ন শুরু করে। এক পর্যায়ে কৃষকরা অত্যাচার সহ্য করতে না পেরে ১৮৫৯ সালে নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এ বিদ্রোহের কেন্দ্রবিন্দু ছিল যশোর ও নদীয়া। এ বিদ্রোহে নেতৃত্ব দেয় যশোরের নবীন মাধব ও বেণী মাধব, নদীয়ার মেঘনা সর্দার, হুগলির বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। ব্রিটিশ সরকার নীল বিদ্রোহ বন্ধ করতে ১৮৬১ সালে 'নীল কমিশন' গঠন করে। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে নীল চাষকে কৃষকদের ইচ্ছাধীন বলে
ঘোষণা করা হয়।