The first Indigo Revolt was introduced in which district of Bangladesh?

A Magura

B Faridpur

C Jashore

D Rangpur

Solution

Correct Answer: Option C

১৭৭০ থেকে ১৭৮০ সালের মধ্যে ইংরেজ আমলে বাংলায় নীল চাষ শুরু হয়। ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী, নদীয়া ও মুর্শিদাবাদে এ সময় ব্যাপক নীল চাষ হতো। আর এ নীল চাষের ব্যবসায় ব্রিটিশদের একচেটিয়া অধিকার ছিল। নানারকম বঞ্চনা ও নীল চাষ লাভজনক না হওয়ায় কৃষকদের মধ্যে অনীহা তৈরি হয়। নীলকরেরা জোরপূর্বক নীলচাষে বাধ্য করতে কৃষকদের ওপর ব্যাপক অত্যাচার-নিপীড়ন শুরু করে। এক পর্যায়ে কৃষকরা অত্যাচার সহ্য করতে না পেরে ১৮৫৯ সালে নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এ বিদ্রোহের কেন্দ্রবিন্দু ছিল যশোর ও নদীয়া। এ বিদ্রোহে নেতৃত্ব দেয় যশোরের নবীন মাধব ও বেণী মাধব, নদীয়ার মেঘনা সর্দার, হুগলির বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। ব্রিটিশ সরকার নীল বিদ্রোহ বন্ধ করতে ১৮৬১ সালে 'নীল কমিশন' গঠন করে। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে নীল চাষকে কৃষকদের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions