Which one of the following stores more data than a DVD?
Solution
Correct Answer: Option D
Blu-Ray Disk সিডি বা ডিভিডি এর মতো এক ধরনের অপটিকাল ডিস্ক ফরম্যাট। এটি হাই-ডেফিনিশন ভিডিও, ভিডিও গেম ও অন্যান্য তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। প্রতিটি একক লেয়ার বিশিষ্ট ব্লু রে ডিস্ক ২৫ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে। আর দ্বৈত লেয়ারের ক্ষেত্রে এই ধারণক্ষমতা ৫০ গিগাবাইট পর্যন্ত। একটি সাধারণ সিডিতে ৭০০ গিগাবাইট, ডিভিডিতে ৪.৭ গিগাবাইট ও দ্বৈত লেয়ার ডিভিডিতে ১৭ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে; যেখানে দ্বৈত লেয়ার ব্লু রে ডিস্ক ৫০ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণে সক্ষম।