কোনটি 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অন্তর্ভুক্ত নয়?
Solution
Correct Answer: Option C
বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস কাব্য রচনা করেন। ১৯০৯ সালে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ‘শ্রীকৃষ্ণকীর্তন' উদ্ধার করেন এবং ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। কাব্যটি মোট ১৩টি খণ্ডে বিভক্ত। যথা:
১. জন্ম খণ্ড,
২. তাম্বুল খণ্ড,
৩. দান খণ্ড,
৪. নৌকা খণ্ড,
৫. ভার খণ্ড,
৬. ছত্র খণ্ড,
৭. বৃন্দাবন খণ্ড,
৮. কালিয়দমন খণ্ড,
৯. যমুনা খণ্ড,
১০. হার খণ্ড,
১১. বাণ খণ্ড,
১২. বংশী খণ্ড,
১৩, বিরহ খণ্ড।