
ত্রিভুজের তিন কোণের সমষ্টি =180⁰
ত্রিভুজের কোণগুলোর অনুপাতের যোগফল =1+2+3
=6
ক্ষুদ্রতম কোণের পরিমাণ =(180×1/6)⁰ =30⁰
মধ্যম কোণের পরিমাণ =(180×2/6)⁰=60⁰
বৃহত্তম কোণের পরিমাণ =(180×3/6)⁰=90⁰
ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম ।ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য , BC=1 মিটার এবং AC বাহু বৃহত্তম ।
ABC সমকোণী ত্রিভুজ হতে sin30⁰=BC/AC
বা,1/2=1/AC
বা,AC=2 মিটার