The Sveriges Riksbank Prize in Economic Sciences has been introduced in memory of -
Solution
Correct Answer: Option B
- আলফ্রেড নোবেল ২১ অক্টোবর, ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৮৬৬ সালে নাইট্রো গ্লিসারিনের সাথে কিসেলগুর মিশিয়ে ডিনামাইট তৈরি করেন ।
- ১৮৬৭ সালে ডিনামাইটের জন্য পেটেন্ট অর্জন করেন। এ ডিনামাইট আবিষ্কার করেই তিনি প্রচুর অর্থ উপার্জন করে।
- এ অর্জিত অর্থ ১৮৯৬ সালে মৃত্যুর ঠিক এক বছর আগে ১৮৯৫ সালে উইল করে যান। এই উইলকৃত অর্থ দিয়ে ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- আলফ্রেড নোবেল এর প্রতি সম্মান জানাতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।
- আর ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়।
- অর্থাৎ ১৯৬৯ সাল থেকে ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।