The Sveriges Riksbank Prize in Economic Sciences has been introduced in memory of -

A Paul Samuelson

B Alfred Nobel

C Alfred Marshall

D JM Keynes

Solution

Correct Answer: Option B

- আলফ্রেড নোবেল ২১ অক্টোবর, ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৮৬৬ সালে নাইট্রো গ্লিসারিনের সাথে কিসেলগুর মিশিয়ে ডিনামাইট তৈরি করেন ।
১৮৬৭ সালে ডিনামাইটের জন্য পেটেন্ট অর্জন করেন। এ ডিনামাইট আবিষ্কার করেই তিনি প্রচুর অর্থ উপার্জন করে।
- এ অর্জিত অর্থ ১৮৯৬ সালে মৃত্যুর ঠিক এক বছর আগে ১৮৯৫ সালে উইল করে যান। এই উইলকৃত অর্থ দিয়ে ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- আলফ্রেড নোবেল এর প্রতি সম্মান জানাতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।
- আর ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়।
- অর্থাৎ ১৯৬৯ সাল থেকে ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions