ভারতের অরুণাচল প্রদেশ ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত সীমান্ত জুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সঙ্গে চীনের তিব্বত অঞ্চলের সীমানা নির্ধারিত হয়েছে কমপক্ষে তিন বার। প্রথমবার ১৮৬৫ সালে জনসন লাইন এর মাধ্যমে। দ্বিতীয়বার ১৮৯৯ সালে ম্যাকার্টনি- ম্যাকডোনাল্ড লাইন অনুসারে। তৃতীয়বার ১৯১৪ সালে ম্যাকমোহন লাইন এর মাধ্যমে করা হয় তিব্বতের সঙ্গে ব্রিটিশ ভারতের আলোচনা সাপেক্ষে । ম্যাকমোহন লাইন এর মাধ্যমে সীমান্ত নির্ধারিত হলেও চীন এটিকে স্বীকার করতে চায় না। অজুহাত হিসেবে চীন দাবি করে এই চুক্তির সময় তিব্বত কোন সার্বভৌম রাষ্ট্র ছিলনা । উল্লেখ্য, এই সীমান্ত বিরোধ নিয়ে ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধ সংঘটিত হয়।