জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক। জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।
বর্তমানে বাংলাদেশের GI পণ্য ১৫টি।
২০২৩ সালের জুলাই পর্যন্ত, বাংলাদেশের জিআই পণ্য সমূহঃ
.জামদানি (১৭ নভেম্বর, ২০১৬); ইলিশ (১৭) আগস্ট, ২০১৭); ক্ষীরশাপাতি আম (২৭ জানুয়ারি, ২০১৯); ঢাকাই মসলিন (১৭ জুন, ২০২১); রাজশাহী সিে (১৭ জুন, ২০২১); রংপুরের শতরঞ্জি, কালিজিরা, দিনাজপুরের কাটারী ভোগ, বিজয়পুরের সাদা মাটি জুন, ২০২১); বাগদা চিংড়ি (২৪ এপ্রিল, ২০২২)।, ফজলি আম, শেরপুরের তুলশীমালা ধান এবং সর্বশেষ স্বীকৃতি প্রাপ্ত জি আই পণ্য বগুড়ার স্পেশাল দই।।