ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি?

A ৪টি

B ৬টি

C ৩টি

D ২টি

Solution

Correct Answer: Option B

‘ব্যাকরণ’ শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ‘ব্যাকরণ’ (বি+আ+√কৃ+অন) শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ।

ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় ৬টি। যথা:
- ধ্বনিতত্ত্ব,
- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব,
- বাক্যতত্ত্ব,
- ছন্দ ও অলঙ্কার প্রকরণ;
- বাগর্থ বিজ্ঞান বা অর্থতত্ত্ব ও অভিধানতত্ত্ব।

তবে পৃথিবীর সকল ভাষার ব্যাকরণে চারটি বিষয় আলোচিত হয়। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব ও বাক্যতত্ত্ব বা পদক্রম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions