Solution
Correct Answer: Option B
এটি গ্রীষ্মের একটি অংশ হিসাবে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল প্রাসাদ এর সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর দেয়াল এবং ছাদে কাঁচের মোজাইক কাজ করা।
সম্রাট শাহজাহানের অন্যতম কৃতিত্ব-
- নিজের নামে মুদ্রা প্রচলন,
- আগ্রায় তাজমহল নির্মাণ,
- মতি মসজিদ,
- দিল্লীর লালা দুর্গ,
- দেওয়ান-ই -খাস,
- দেওয়ান-ই-আম,
- কাশ্মিরের সালিমার উদ্যান,
-ময়ূর সিংহাসন।