The main memory of a computer system is-
Solution
Correct Answer: Option A
Motherboard এর সাথে সরাসরি যুক্ত একাধিক
Chip নিয়ে গঠিত যে Memory-তে read এবং write-
দুটি কাজই সম্পন্ন করা যায় তাকে RAM (Random
Access Memory) বলে। RAM-এ তথ্য জমা থাকে
ইলেকট্রনিক পদ্ধতিতে। ফলে RAM এর এর তথ্য
(Volatile) অস্থায়ীভাবে সঞ্চিত থাকে। কম্পিউটারে বিদ্যুৎ
প্রবাহ বন্ধ হলে RAM এর সব তথ্য মুছে যায়। ROM
(Read Only Memory) হলো স্থায়ী Memory. এতে
সংরক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায়, কিন্তু
সংযোজন বা পরিবর্তন করা যায় না।