‘চর্যাপদ’ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন?
Solution
Correct Answer: Option C
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ আবিষ্কার করেন।
- তৎকালে যেহেতু শাসক শ্রেণি বৌদ্ধদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছিলেন, ফলে বৌদ্ধ সহজিয়ারা রূপক বা আলো-আঁধারির ভাষায় চর্যাপদ রচনা করেন।
- হরপ্রসাদ শাস্ত্রীর মতে, চর্যাপদ সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত। তাঁর মতে, ‘চর্যাপদের ভাষা আলো-আঁধারির ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না।
- হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ' গ্রন্থটিকে সম্পূর্ণ প্রাচীন বাংলার নিদর্শন বলে দাবি করেন।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় Origin and Development of the Bengali Language (ODBL) গ্রন্থে চর্যাগান ও দোহাগুলির ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ এবং চর্যার কবিদের নাম, পদ্মা নদীর নামের উল্লেখ (ভুসুকুপার ৪৯ নং পদে ‘পউয়া খাল) বিশ্লেষণ করে এর ভাষাকে প্রাচীন বাংলার আদি নিদর্শন হিসেবে গ্রহণ করেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ 'Les Chants Mystique de Sarahaet de Kanha' গ্রন্থে সুনীতিকুমারের মতকে সমর্থন করেন।