বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স (১৬.১০.২০২০) (97 টি প্রশ্ন )
স্তন্যদানকারী মায়েদের জন্য জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে 'মিনিপিল' বেশি উপযোগী। মিনি পিলে একটি প্রোজেস্টিন হরমোন থাকে। বুকের দুধ খাওয়ানোর সময় মহিলারা তেমন উর্বর হয় না। আমেরিকা অ্যাক্যাডেমি অফ পেডিয়াট্রিকস স্তন্যদানকারী নারীদের কম ডোজের ওরাল গর্ভনিরোধকের ব্যবহার অনুমোদন দিয়েছে।
ECG তে সঠিক lead এর পরিমাণ ১২ টি। আদর্শ ১২- lead ইলেক্ট্রোকার্ডিওগ্রামটি হৃদপিন্ডের বৈদ্যুতিক ক্রিয়া-কলাপের প্রতিনিধিত্ব করে, যা শরীরের পৃষ্ঠের ইলেক্ট্রোড থেকে রেকর্ড করা হয়। যথা: IEC এবং AHA ।
যক্ষ্মা বা Tuberculosis Vertically Transmitted রোগ নয়। এটি একটি সংক্রামক রোগ, যা সাধারণত মাইকোব্যাকটেরিয়াম দ্বারা সৃষ্ট। উলম্বভাবে সংক্রমনের লক্ষণগুলোর মধ্যে জ্বর এবং ফ্লু জাতীয় লক্ষণ অন্তর্ভুক্ত থাকে। উলম্বভাবে সংক্রমণের লক্ষণ গুলো পৃথক প্যাথোজেনের উপর নির্ভর করে। শ্রবণ প্রতিবন্ধকতা, চোখের সমস্যা, মানসিক প্রতিবন্ধকতা, অটিজম এবং মৃত্যুর কারণে উলম্বভাবে সংক্রমণ দেখা দিতে পারে।
প্রতি গ্রাম প্রোটিনে ৪ ক্যালরি থাকে। স্বাস্থ্যকর ডায়েটে একজন মানুষের দৈনিক মোট ক্যালরির ১২ থেকে ২০ শতাংশ প্রোটিন থেকে আসা উচিত।
Core temperature দেখা হয় মলদ্বারে। মলদ্বারে নেয়া তাপমাত্রা হলো দেহের প্রকৃত তাপমাত্রা খুঁজে পাওয়ার উপায়। মলদ্বারের তাপমাত্রা মুখের বা বগলের চেয়ে বেশি থাকে, কারণ মলদ্বার উষ্ণ হয়। শিশুর স্বাভাবিক রেক্টাল (মলদ্বার) তাপমাত্রা 97°-100° F ।
সদ্য জন্ম নেয়া নবজাতকের নানান কারণে খিঁচুনি হতে পারে। স্বাভাবিক জন্ম-ওজনের শিশুদের মধ্যে প্রতি হাজারে প্রায় তিন জনের খিঁচুনি হতে পারে। তবে স্বল্প জন্ম-ওজনের (এক কেজির কম) নবজাতকের খিচুনির ঝুঁকি বেশি। নবজাতকের জন্ডিস শুরু হয় যখন বাচ্চাদের রক্ত উচ্চমাত্রার বিলিরুবিন নির্দেশ করে। তবে খিচুনির অন্যতম কারণ জন্ডিস।

রক্তে অক্সিজনের পরিমাণ ৯৫% নেমে গেলে অক্সিজেন দিতে হয়। রক্তে অক্সিজেন স্বাভাবিকের নিচে নেমে গেলে হাইপোক্সেমিয়া হয়। অক্সিজেনের স্তর যত কম হবে হাইপোক্সেমিয়া তত বেশি মারাত্মক আকার ধারণ করবে। এটি শরীরের টিস্যু এবং অঙ্গের জটিলতা সৃষ্টি করতে পারে।
Eclampsia সাধারণত গর্ভবতী মায়েদের একটি রোগ, যা Blood pressure পরীক্ষার দ্বারা বোঝা যায়। গর্ভবতী মায়েদের এ রোগটি এক ধরনের disorder বা High Pressure এর কারণে হয়ে থাকে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
MRI- এর পূর্ণরূপ Magnetic Resonance Imaging । এমআরআই বিশ্বের সবচেয়ে আধুনিক রোগ নির্ণয়কারী পরীক্ষা। যার মাধ্যমে নির্দিষ্ট রোগ বা অস্বাভাবিক অবস্থা খুঁজে বের করতে মানব শরীরের অভ্যন্তরীণ অঙ্গের খুব স্পষ্ট ছবি নেয়া হয়।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইউপিআই) প্রকল্প সাহায্যদানকারী সংস্থা জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় ৭ এপ্রিল ১৯৭৯। বাংলাদেশে প্রথম টিকা দিবস পালন করা হয় ১৬ মার্চ ১৯৯৫ (১ম রাউন্ড) ও ১৬ মার্চ ১৯৯৬ (২য় রাউন্ড)। ইউপিআই এর আওতায় বিনামূল্যে ১০ টি রোগের টিকা সরবরাহ করা হয়।



মস্তিষ্কে রক্তক্ষরণকে ষ্ট্রোক বলা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে ধমনিগাত্র শক্ত হয়ে যাওয়া ও উচ্চ রক্তচাপজনিত কারণে। ষ্ট্রোক রোগের লক্ষণগুলো- বমি, প্রচন্ড মাথাব্যথা, মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, শ্বসন ও নাড়ির স্পন্দন কমে যাওয়া, মুখমন্ডল লাল বর্ণ ধারণ করা ইত্যাদি।
দেহে লৌহের অভাব হলে রক্তস্বল্পতা বা এনিমিয়া দেখা। আমাদের দেশে অধিকাংশ গর্ভবতী মা, শিশু ও বাড়ন্ত ছেলেমেয়েরা বিভিন্ন মাত্রায় লৌহজনিত রক্তস্বল্পতায় ভোগে।
বেডসোরসকে প্রেসার আনসার এবং ডেকুবিটাস আলসারও বলা হয়। ত্বকে দীর্ঘস্থায়ী চাপের ফলে ত্বক এবং অন্তর্নিহিত টিস্যু আঘাতপ্রাপ্ত হয়। সচারাচর বেডসোরসগুলো হয়ে থাকে শরীরের পিছনের অংশে। (যেমন— heels, elbows, hips & base of the spine)
২০১৫ সালের ১৪ সেপটেম্বর বাংলাদেশের সর্বশেষ ৮ম বিভাগ হিসেবে ময়মনসিংহের নাম ঘোষণা করা হয়। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। সর্বপ্রথম ১৮২৯ সালে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ সৃষ্টি করা হয়।
BMI মানব দেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। BMI- এর মান ১৮.৫ এর কম থাকলে অধিক পরিমাণে চর্বিজাতীয় খাবার গ্রহণ করতে হবে। অন্যদিকে ৩০- এর বেশি হল স্থলতা হওয়ার প্রথম স্তর। এ অবস্থায় পরিমিত খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কার্ডিয়াক আউটপুট (CO) যা হার্ট আউটপুট হিসেবে পরিচিত। নর্মাল কার্ডিয়াক আউটপুট প্রতি মিনিটে ৫ লিটার।
সাধারণত একটি শিশুর জন্মের প্রথম ৫ মাসে তার ওজন দ্বিগুণ হয়। তাদের বয়স ১ বছর হওয়ার সাথে সাথে বেশির ভাগ শিশু তাদের জন্মের ওজনকে তিনগুণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সামগ্রিকভাবে ছেলেরা মেয়েদের তুলনায় দ্রুত ওজন বাড়ায়।
হাসপাতালের বর্জ্য নিরাপদ ভাবে নিষ্পত্তিকরণের জন্য পুড়িয়ে ফেলা উপযুক্ত পদ্ধতি। চিকিৎসা- বর্জ্য‌(ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ অনুসারে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলা এবং জীবাণুমুক্ত করার নিজস্ব ব্যবস্থা রাখার বিধান রয়েছে। মেডিকেল বর্জ্যের কারণে সেখানকার বাসিন্দাদের হাঁপানি, ডায়রিয়া, এলার্জি ও চোখের সমস্যা সহ নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
গর্ভের ফেটাল বাচ্চার হার্ট রেটের অস্বাভাবিক অবস্থা বুঝে ফেটাল এর distress বোঝা যায়। যদি হার্টবিট অনেক বেশি বা অনেক কম হয় তবে এ থেকে বোঝা যায়, ফেটাল কোনো সমস্যায় আছে।



A ব্লাড গ্রুপে A অ্যান্টিজেন, B ব্লাড গ্রুপে B অ্যান্টিজেন এবং AB ব্লাড গ্রুপে A ও B উভয় অ্যান্টিজেন থাকে। O ব্লাড গ্রুপে রক্তের কণিকা ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নেই কিন্তু রক্তরসে A ও B দু'রকম অ্যান্টিবডিই থাকে।
নার্সিং প্রক্রিয়া একটি পরিবর্তিত বৈজ্ঞানিক পদ্ধতি। ১৯৮৫ সালে আইডা জ্যান অরল্যান্ডো প্রথম চার পর্যায়ের নার্সিং প্রক্রিয়া বর্ণনা করেছিলেন। পরে আর একটি প্রক্রিয়া যুক্ত করা হয়। নার্সিং প্রক্রিয়াগুলো হল—
(1) Assessment phase
(2) Diagnosis phase
(3) Planning face
(4) Implementing phase
(5) Evaluating phase

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অনুচক্রিকা বর্ণহীন, নিউক্লিয়াসবিহীন, লোহিত কণিকা অপেক্ষা অনেক ক্ষুদ্র ও নির্দিষ্ট আকৃতিবিহীন। এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তজালিকার ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠনে অংশ নেয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0