- International Fund for Agricultural Development ( IFAD) ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। আর ১৯৭৮ সালে জাতিসংঘভুক্ত হয়। - এর সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত। এর সদস্য দেশ ১৭৭টি। - এটি উন্নয়নশীল দেশে খাদ্য উৎপাদন বাড়ানো ও পুষ্টি বিকাশের জন্য কাজ করে। - অন্যদিকে, MIGA (1988), IBRD (1945), IFC (1956). IDA (1960) ও ICSID (1966) হলো বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা।
৪৮ (১) ধারা অনুযায়ী বাংলাদেশের একজন
রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ
কর্তৃক নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি ৫৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদেরকে
নিয়োগ দান করবেন।
সার্কের আটটি (ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ) দেশের মধ্যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬৫,১৫৮,৬১৫৬ জন। আর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১১৯ জন।
বাংলাদেশ প্রতিযোগিতা মিশন একটি বিচারিক ক্ষমতাসম্পন্ন সংবিধিবদ্ধ সংস্থা। ১৭ ডিসেম্বর, এটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালে কার্যক্রম শুরু করে। সংস্থাটি ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করা, প্রতিযোগিতার মানদণ্ড ঠিক করা, প্রতিযোগিতাকে উৎসাহিত করাসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করে।
তরলীকৃত পোট্রোলিয়াম গ্যাস হলো (Liquefied
Petroleum Gas LPG) হাইড্রোকার্বন গ্যাসের একটি
দাহা মিশ্রণ। যার প্রধান উপাদান বিউটেন ও প্রোপেন। এটি
সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
ভিটামিন বি-১ এর রাসায়নিক নাম থায়ামিন। এটি
স্বাভাবিক ক্ষুধা, স্নায়ন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।
ফুলকপি, লেটুস পাতা, ভাতের মাড়, ডিমের কুসুম, হকৃত,
অস্ত্রের মাংস, ইত্যাদি। এর অভাবে বেরিবেরি নামক
আয়ুরোগ, মন্দাভ্যর্থ হওয়া হয়।
ম্যানগ্রোভ ফরেস্ট হলো সমুদ্র উপকূলবর্তী বন,
যেখানে জোয়ারের সময় লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় এবং
ভাটার সময় পানি নেমে যায়। বাংলাদেশের তথা পৃথিবীর
বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এটি বাংলাদেশ ও
ভারত জুড়ে বিস্তৃত, যার আয়তন ১০,০০০ বর্গ কি.মি.।
ম্যানগ্রোভ ফরেস্টের গাছ হলো সুন্দরী, গরান, গেঁওয়া,
গোলপাতা প্রভৃতি।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
শিল্প বিপ্লব হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আমুল
পরিবর্তন। এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তির পথ
উন্মোচিত হয়। ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের
মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়। ১৭৫০
থেকে ১৮৫০ সাল পর্যন্ত স্থায়ী এ বিপ্লব কৃষি ও কৃষিভিত্তিক
বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে এগিয়ে
যায়।
বাংলাদেশ-ভারত সীমান্তের ১০০ কিলোমিটার
উজানে ভারতের বরাক ও তুতভাই নদীর মিলনস্থলে
ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হয়েছে। টিপাইমুখ বাঁধ
ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। এ বাঁধটি বাংলাদেশের
সুরমা ও কুশিয়ারা নদীর উজানে অবস্থিত।
- রাজা ষোড়শ লুই এর স্বৈরশাসনের অবসান ও অর্থনৈতিক অব্যবস্থাপনা থেকে মুক্তি পেতে ১৪ জুলাই, ১৭৮৯ সালে উন্মত্ত জনতা ফ্রান্সের বাস্তিল দূর্গে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। - বাস্তিল দূর্গ আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়। - এ বিপ্লবের মূলমন্ত্র ছিল লেখনির মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। - দার্শনিক রুশো ও ভলতেয়ার এ বিপ্লবের সময়কাল ১৭৮৯-১৭৯৯। - ফরাসি বিপ্লবের ফলে নতুন ভাবাদর্শ, জাতীয়তাবাদ ও চিন্তাধারা প্রতিষ্ঠা লাভ করে।
দুই বছর সময়কালে বাস্তবায়নযোগ্য গৃহীত
পরিকল্পনাকে দ্বি-বার্ষিক পরিকল্পনা বলে। বাংলাদেশে এ
পর্যন্ত একটি দ্বি-বার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে, যার
মেয়াদকাল ছিল ১৯৭৮-৮০ সাল।
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন
স্কয়ার গার্ডেনে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ)
শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং ত্রাণ তহবিল
গঠনের লক্ষ্যে জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের উদ্যোগে
‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়। এই কনসার্টের প্রধান
শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। এছাড়া পণ্ডিত রবিশঙ্কর, এরিক
ক্লাপটন, লিয়ন রাসেল, বিলি প্রিস্টন ও বব ডিলান সঙ্গীত
পরিবেশন করেন। এই কনসার্টে মোট ৪০ হাজার মানুষের
সমাগম হয়।
- যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামী ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে তাদের আমীর ঘটনার প্রেক্ষিতে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি শহিদ জননী ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। - এই জাহানারা ইমামকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। - ঘাতক দালাল নির্মূল কমিটি সোহরাওয়ার্দী উদ্যানে ১২ জন বিচারকের সমন্বয়ে গঠিত গণ আদালতে ১৯৯২ সালের ২৬শে মার্চ যুদ্ধাপরাধী গোলাম আযম এর বিরুদ্ধে ১০টি অভিযোগ উত্থাপন করে এবং বিচারকগণ গোলাম আযমের ১০টি অপরাধ মৃত্যুদণ্ড যোগ্য বলে ঘোষণা দেয়।
কোন দেশ বা অঞ্চলের মানুষ গণনাকেই মূলত
আদমশুমারি বা জনশুমারি বলে। বাংলাদেশে প্রতি ১০ বছর
অন্তর অন্তর জনশুমারি করা হয়। দেশ স্বাধীনের পর ১৯৭৪
সালে বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়। এ
জনশুমারি অনুযায়ী বাংলাদেশের
জনসংখ্যা ছিল
৭৬৩৯৮০০০ এবং জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.৪৮ শতাংশ। দেশ স্বাধীনের পর এ পর্যন্ত বাংলাদেশে ৬ টি (১৯৭৪, ৮১, ৯১, ২০০১, ২০১১, ২০২২) জনশুমারি অনুষ্ঠিত হয়।
১৫-২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়।
১৯৭২ সালের ১১ জানুয়ারি বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান
আদেশ জারি করেন এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নের
জন্য ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। ১৭
এপ্রিল, ১৯৭২ এ কমিটির প্রথম বৈঠক বসে। ১২ অক্টোবর,
১৯৭২ কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন।
যা ৪ নভেম্বর, গৃহীত হয়। এ দিনটি বাংলাদেশের সংবিধান
দিবস হিসেবে পালিত হয়। আর ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে
কার্যকর হয়।
সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্রের মোট উপাদান ৪টি। যথা: - নির্দিষ্ট ভূখণ্ড, - জনসমষ্টি, - সরকার ও - সার্বভৌমত্ব। এসব উপাদানের যেকোনো একটি উপাদান অনুপস্থিত থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত
সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর
নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্রের
মোট উপাদান ৪টি। যথা: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার
ও সার্বভৌমত্ব। এসব উপাদানের যেকোনো একটি উপাদান
অনুপস্থিত থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না।
বাংলাদেশের সংবিধানে ৭টি তফসিল রয়েছে। যথা: - প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। - দ্বিতীয় তফসিল: বিলুপ্ত, - তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা, - চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি, - পঞ্চম তফসিল: ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, - ষষ্ঠ তফসিল: ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা, - সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র।
- স্নেহ পদার্থ ফ্যাটি এসিড ও গ্লিসারল এর সমন্বয়ে গঠিত। - এতে ২০ প্রকার ফ্যাটি এসিড পাওয়া যায়। - স্নেহ পদার্থে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাত ১:২:১ নয়। - স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয়। পানির চেয়ে হালকা বলে পানির উপর ভেসে থাকে। - এর মুখ্য কাজ হলো তাপ উৎপাদন করা। দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে। - শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে ( স্নেহ পদার্থ) প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালরি থাকে। - দৈনিক মোট শক্তির ২০-৩০% স্নেহজাতীয় পদার্থ থেকে পাওয়া যায়। - এই উপাদানটি চর্মরোগ, শিশুদের একজিমা এবং আধিক্য হলে উচ্চ পাকস্থলিতে অনেকক্ষণ থাকে। - স্নেহ পদার্থের অভাব হলে রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়। - স্নেহজাতীয় পদার্থের উৎস- সয়াবিন, সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী, চর্বি, ঘি, ডালডা।
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে মুখে খাওয়ার পিল,
ইনজেকশন ও ইমপ্লান্ট হরমোন মিশ্রিত পদ্ধতি। আর
Copper-T, Sponge, Male Condom প্রভৃতি হলো নন
হরমোন পদ্ধতি।
Pulse rate প্রতি মিনিটে হৃৎস্পন্দনের সংকোচন
সংখ্যা, যা বিট/মিনিট এককে প্রকাশ করা হয়। একজন প্রাপ্ত
বয়স্ক সুস্থ মানুষের Pulse rate ৬০- ১০০ এর মধ্যে থাকা
উচিত। তবে আদর্শ Pulse rate ৭২/ মিনিট ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- মানবদেহে ৩ ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি। - এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। - লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। এর গড় আয়ু ১২০ দিন। - মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি-অবতল বৃত্তের মতো। - পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় ৫০ লক্ষ । - উল্লেখ্য, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।